অবৈধ দখলকারদের রাস্তা ছাড়তে বললেন ট্রাফিক কমিশনার

ক্লিনরোড-ফ্রিরোড কার্যক্রম শুরু

0

চট্টগ্রাম নগরীর রাস্তাঘাট অবৈধ দখলমুক্তকরণ ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের গৃহীত ‌‌ক্লিনরোড-ফ্রিরোড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বহদ্দারহাট মোড়ে এটির উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান।

s alam president – mobile

অবৈধ দখলকারদের রাস্তা ছাড়তে বললেন ট্রাফিক কমিশনার 1

এসময় তিনি অবৈধ রাস্তা দখলকারীদের স্বেচ্ছায় রাস্তা ছেড়ে চলে যেতে বলেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

এদিকে, সিএমপির এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে জনসাধারণ। শাহিদ নামের এক পথচারী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অনেক দিন পর রাস্তায় হেঁটে স্বস্তি পাচ্ছি। সিএমপির এই সিদ্ধান্ত সব জায়গায় কার্যকর হলে সবাই শান্তি পাবে।

Yakub Group

উল্লেখ্য, প্রথম পর্যায়ে বিমানবন্দর থেকে কর্ণফুলী নতুন ব্রিজ, কর্ণফুলী ব্রিজ থেকে কোতোয়ালী থানা, নিউমামার্কেট, টাইগারপাস রোড, বহদ্দারহাট থেকে কালুরঘাট, জিইসি থেকে সিটি গেইট ও মুরাদপুর থেকে অক্সিজেন— এ পাঁচটি সড়কে রাস্তায় কার্যক্রম পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ের এই কার্যক্রম চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

 

অবৈধ দখলকারদের রাস্তা ছাড়তে বললেন ট্রাফিক কমিশনার 2

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) শহীদুল্লাহ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নাজমুল হাসান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) ওয়াহিদুল হক চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) সুলতান মাহমুদ খান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মিজানুর রহমান প্রমুখ।


এনজে/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!