অবৈধ গরু বাজার গুঁড়িয়ে দিলো পুলিশ, নতুন অনুমতি সিটি কর্পোরেশনের

চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ প্রকাশের জের

চট্টগ্রাম নগরীর হালিশহরে রাস্তার ওপর গড়ে তোলা একটি পশুর বাজার উচ্ছেদ করেছে পুলিশ। তবে উচ্ছেদ পর একই স্থানে বাজার বসানোর চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমতি পেয়েছে বলে চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন ইজারাদার।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানায় পুলিশ।

এর আগে শুক্রবার ‘কাউন্সিলরের খুঁটির জোরে হালিশহরে রাস্তায় অবৈধ পশুর হাট, পুলিশও ম্যানেজ’— শিরোনামে সংবাদ প্রচারিত হয় চট্টগ্রাম প্রতিদিনে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রচারের পরই অবৈধ পশুর হাট গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

বাজারের ইজারাদার আলী আজগর সোহেল বলেন, ‘আমাদের হাটের ইজারা ছিল সিএসডি গোডাউনের পাশে পরিত্যক্ত মাঠে। কিন্তু ওই স্থানে পানি জমার কারণে আমরা সাময়িক স্থান পরিবর্তন করে মহেশখালের রাস্তায় হাট স্থাপন করি।’

তিনি বলেন, ‘আমাদের ইজারার স্থান অনুযায়ী হাট স্থাপন না করার কারনে পুলিশি অভিযানে হাট বন্ধ করে দেওয়া হয়। আমরাও তাৎক্ষণাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে স্থান পরিবর্তনের অনুমতি নিয়ে আসি।’

Yakub Group

আরএন/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!