প্রতিদিন রিপোর্ট :
অবৈধভাবে লিবিয়া পাচারের সময় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে আটক করা হয় ৩৯ জন।
গোপন তথ্যে বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতের বিভিন্ন সময়ে অবৈধ পন্থায় বিদেশগামী এসব যাত্রীকে আটক করে র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানান, বিপুল সংখ্যক লোককে গোপনে অবৈধ লিবিয়া পাচারের খবর পেয়ে র্যাবের একটি দল গতকাল সন্ধ্যা থেকে অভিযান শুরু করে।
রাতের বিভিন্ন সময় যাচাই বাচাই শেষে ৩৯ জনকে আটক করে তাদের র্যাব-৭ এর পতেঙ্গা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া পাচারের সাথে জড়িত দালালদের ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে জানিয়ে এ ব্যাপারে আজ বিকাল ৩ টায় র্যাব কার্যালয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং দেয়া হবে বললেন চন্দন দেবনাথ।
রিপোর্ট : রাজীব সেন প্রিন্স
এ এস / জি এম এম / আর এস পি :::