অবৈধভাবে বালু উত্তোলন, মানিকছড়িতে একজনকে অর্ধলাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আবুল কালাম নামের একব্যক্তি অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা। এ সময় ৪টি ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বলেন, জেলা প্রশাসন থেকে উপজেলার চেংগুছড়া বালুমহালকে বৈধ বালুমহাল হিসেবে ইতোপূর্বে ইজারা দেওয়া হয়েছে। উপজেলার অন্য কোথাও যদি কোনো বালুমহাল থেকে থাকে তবে সেগুলো অবৈধ। অবৈধ বালুমহাল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!