অবৈধ আমদানি পণ্য বিক্রি করে খুলশী মার্ট, জরিমানা ৭০ হাজার

চট্টগ্রাম নগরীর খুলশী মার্ট সুপার শপকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে পণ্য আমদানি ও অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জিইসি এলাকায় একটি প্রসাধনী সামগ্রীর দোকানকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা। উন্মুক্ত স্থানে সিগারেট বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা গুনেছে মিনা বাজার।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরের এই জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

জানা গেছে, নগরীর খুলশী এলাকার খুলশী মার্ট সুপার শপকে অবৈধভাবে আমদানি এবং অনুমোদনবিহীন প্রসাধনীসামগ্রী বিক্রির করার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ ও অনুমোদনহীন প্রসাধনীসামগ্রী বিক্রির দায়ে জিইসি মোড় সংলগ্ন কামাল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কোনো ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা গুনেছে মিনা বাজার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘নগরীর খুলশী এলাকায় অবৈধ ও অননুমোদিত প্রসাধনীর বিক্রি করছিল খুলশী মার্ট। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

Yakub Group

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!