অবশেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘বজ্রকণ্ঠ’ পরিষ্কার করলো চট্টগ্রাম সিটি করপোরেশন

ধুলোর প্রলেপে ঢেকে যাওয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘বজ্রকণ্ঠ’ অবশেষে পরিষ্কার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এর আগে সোমবার (১ আগস্ট) ‘শোকের মাসেও সিটি করপোরেশনের বঙ্গবন্ধুর ভাস্কর্য ধুলোর প্রলেপে ঢাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় চট্টগ্রাম প্রতিদিনে।

এই সংবাদ প্রকাশের পরপরই টনক নড়ে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তদের। সোমবার বিকেল থেকেই কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী এটি পরিষ্কারে কাজ শুরু করেন।

নিজেদের কর্মচারীর দায়িত্বহীনতার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মোবারক আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টগ্রাম প্রতিদিনে নিউজটা দেখার পরপর বঙ্গবন্ধুর ভাস্কর্য পরিষ্কারের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের দায়িত্ব ছিল তাদের জবাবদিহি করতে হবে।’

এর আগে ২০২০ সালে চসিকের তৎকালীন মেয়র আজম নাছির উদ্দিনের তত্ত্বাবধানে ৮৭ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ২৬ ফুট উঁচু এই ভাস্কর্যটি বানানো হয়। যার নাম দেওয়া হয় ‘বজ্রকণ্ঠ’।

বিএস/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!