অবশেষে পরিষ্কার করা হলো চট্টগ্রাম মেডিকেলের কিডনি ওয়ার্ডের ৪ টয়লেট

চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের জের

চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রাম মেডিকেলের ১৭ নম্বর কিডনি ওয়ার্ডের চারটি টয়লেট পরিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ভাঙা অংশগুলো সিমেন্টের আস্তর দিয়ে ঠিক করে দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট ‘চট্টগ্রাম মেডিকেলে টয়লেট নিয়ে যন্ত্রণায় কিডনি রোগীরা, চারটির তিনটিই নষ্ট’ শিরোনামে চট্টগ্রাম প্রতিদিনে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

সোমবার (১৪ আগস্ট) ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, দুই আয়া আয়েশা ও নাজমা টয়লেট পরিস্কারের কাজে ব্যস্ত। একজন পরিষ্কার করে আসার কিছুক্ষণ পর আরেকজন যাচ্ছেন আবারও পানি ঢালতে। টয়লেট পরিষ্কারের পর টয়লেটের মেঝের ভাঙা অংশগুলো সিমেন্টের আস্তর দিয়ে ঠিক করে দেওয়া হয়। টয়লেটে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়।

ওয়ার্ডের রোগীরা জানান, এখন টয়লেটে ব্যবহার করা যাচ্ছে। কাউকে আর ময়লা টয়লেটে যাওয়ার ভয়ে প্রস্রাব আটকে রাখতে হচ্ছে না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘টয়লেট পরিষ্কার করার পেছনে আমার নির্দেশই বড়। চট্টগ্রাম প্রতিদিনের নিউজের কোনো ভিত্তি নেই।’

টয়লেট আগে থেকেই পরিষ্কার ছিল। আর নোংরা টয়লেটের ছবি ভুয়া বলে দাবি করেন তিনি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm