অনুমোদনহীন পণ্য বিক্রি করে খুলশীর দ্য বাস্কেট, জরিমানা ১ লাখ

অনুমোদনহীন প্রসাধনী বিক্রি করছে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার সুপারশপ দ্য বাস্কেট। এই জালিয়াতি ধরা পড়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।

অভিযানে অবৈধ উপায়ে আমদানিকৃত এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে খুলশীর দ্য বাস্কেট সুপারশপকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) বিএসটিআইসহ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

একইসঙ্গে প্রস্তুতকারক, উৎপাদনকারী, আমদানিকারক, বিপণনকারীর নাম ঠিকানা ছাড়া এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া বিপুল পরিমাণ শ্যাম্পু, টুথপেস্ট ও সাবান জব্দ করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন ‘সকল প্রকার অবৈধ, ভেজাল প্রসাধনী, শিশু খাদ্য ও শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান আরো জোরদার হবে।’

আরএম/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!