চট্টগ্রামের কর্ণফুলী থানার ব্রিজ এলাকায় বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে অনুমতি ছাড়াই ফার্নেস অয়েল মজুদ করা অবস্থায় দুটি তেলবাহী অয়েল ট্যাঙ্কার আটক করেছে কোস্টগার্ড। এসব ট্যাঙ্কার থেকে ২ কোটি টাকার ফার্নেস অয়েল, মবিল ও ডিজেল জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকালে একটি সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নতুন ব্রিজ এলাকার কর্ণফুলী নদীতে অয়েল ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়।
জানা গেছে, শনিবার বিকালে সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় নদীতে অনুমতি ছাড়াই মাদার ভেসেল থেকে ফার্নেস অয়েল মজুদ করে ট্যাঙ্কার করে রাখে ওটি সী ফোর্ট ও ওটি মুসলিমা।
সেখানে দুটি ট্যাঙ্কার থেকে ৪ লাখ ৫০ হাজার লিটার ফার্নেস অয়েল, ৪ হাজার লিটার মবিল ও ২৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসব তেলের আনুমানিক বাজার মূল্যে দুই কোটি টাকা।
এমএ/ডিজে