চলমান সৃষ্ট সহিংসতার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চলমান এইচএসসি ও সময় পরীক্ষা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার জন্য গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়।
পরে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা ছিল হওয়ার কথা ছিল।
সর্বশেষ ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা থাকলে অনিবার্য কারণবশত তা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।
আরএ/এমএফও