অনলাইনে মোটরসাইকেল কেনার নামে ছিনিয়ে নেয় তারা

বিভিন্ন নামে বেনামে ভুয়া ফেইসবুক আইডি খোলে তারা। আইডিতে তাদের পরিচয় গোপন করে ভুল তথ্য দেওয়া থাকে। ফেইসবুকে বিভিন্ন সেলস্ রিলেটেড সাইডে গিয়ে মূল্যবান জিনিস ক্রয়ের আগ্রহ প্রকাশ করে। পরে বিক্রেতার কাছ থেকে কৌশলে তারা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

একইভাবে ১৩ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর বালুচরা এলাকায় অনলাইনের মাধ্যমে মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছে একজন। পরে সোমবার (২৭ ডিসেম্বর) মিরসরাই থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মিরসরাই এলাকার মেহরাজ হোসেন চৌধুরী ও শাহরিয়ার হোসেন সাব্বির।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, মোটরসাইকেলটি বিক্রয়ের উদ্দেশ্যে কিছুদিন পূর্বে একটি অনলাইনে পোস্ট করেন ভুক্তভোগী। ওই পোস্টের সূত্র ধরে গত ১৩ ডিসেম্বর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচরা বাজারস্থ জামান হোটেলের পাশে আসেন তার ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করতে। আসামিরা মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে ট্রায়াল দেওয়ার কথা বলে দ্রুত মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আমরা আসামিদের আজকে মিরসরাই এলাকা থেকে গ্রেপ্তার করেছি।

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!