চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের অনন্যা আবাসিক এলাকায় সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের হাতে ক্ষতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও থানার অনন্যা আবাসিকের ১ নম্বর সড়কের ফেদিয়া পুকুরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম সোহেব রুমি (২৫)। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার মো. ইকবালের ছেলে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের হাতে ক্ষত চিহ্ন রয়েছে। এই ক্ষত কীভাবে হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
তবে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একটি অটোরিকশায় রুমি যাচ্ছিলেন। তিনি কেন ওই এলাকায় গিয়েছিলেন, তা জানা যায়নি।
লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ডিজে