অননুমোদিত কেমিক্যাল ব্যবহার, চাক্তাইয়ের ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিকে অর্থদণ্ড

অননুমোদিত কেমিক্যাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্যাকেটের গায়ে মূল্য না থাকায় ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিকে দুই লাখ টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া মূল্য তালিকা না থাকায় দুই গরুর মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, সেমাই ফ্যাক্টরিতে গিয়ে দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এছাড়া এসব সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে অননুমোদিত কেমিক্যাল। আবার প্যাকেটের গায়েও ছিল না মূল্য। তাই প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

s alam president – mobile

এছাড়া তুলাতলি জামাই বাজারে দুটি মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

আইএমই/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!