অননুমোদিত ওষুধ বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে লাইসেন্স দৃশ্যমান না রাখা, অনুমতিবিহীন ওষুধ সামগ্রী বিক্রি এবং অনুমোদনহীন আমদানিকৃত ওষুধ ও শিশুখাদ্য বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠান তিনটি হলো মেসার্স জোবেদা ফার্মেসি, রহমানিয়া ফার্মেসি এবং আরাফ ফার্মেসি।

বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

অভিযানে চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, দৃশ্যমান লাইসেন্স না রাখা, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, বিক্রয়ের অনুমতিবিহীন ওষুধসামগ্রী এবং শিশু খাদ্য বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

এছাড়া অন্যান্য ফার্মেসিগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!