অতিরিক্ত যাত্রীবহন ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে দণ্ড

কক্সবাজারের মহেশখালী জেটিঘাটে যাত্রী পারাপারে অনিয়ম ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫টি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে মহেশখালী জেটিঘাটে অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা।

তিনি জানান, করোনা দুর্যোগ ও ঈদুল আযহাকে কাজে লাগিয়ে মহেশখালী ঘাটে স্পিড বোট মালিকরা অতিরিক্ত যাত্রী বোঝাই ও স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করছিল। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন স্পীড বোট চালককে ৮ জনের অধিক যাত্রী বহনের দায়ে এবং ২ জন যাত্রীকে মাস্ক না পরার দায়ে মোট ৫টি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অন্যান্যদের সতর্ক করা হয়।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!