অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৮ কর্মকর্তা, ৩ জন চট্টগ্রামের

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন ৫৮ জন কর্মকর্তা। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের রয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালার সিনিয়র স্কেল পদে তাদের পদোন্নতি দেওয়া হয়।

রোববার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

৫৮ কর্মকর্তার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের রয়েছেন তিনজন। এর হলেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশিকুর রহমান (বিপি নম্বর ৮৬১৪১৬৬২৩৭), পাহাড়তলী ও হালিশহর থানা নিয়ে গঠিত পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার পংকজ বড়ুয়া (বিপি নম্বর ৮৯১৪১৬৬২১১) এবং রাঙামাটির বেতবুনিয়ার পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ (বিপি নম্বর ৮০০৮১২১৫৬২)।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!