অতিরিক্ত ডিআইজি হলেন এসপি নুরে আলম মিনা ও সিএমপির ডিসি শ্যামল নাথ

বিসিএস পুলিশ ক্যাডারের ৮ কর্মকর্তা পদোন্নতি পেলেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে। এর মধ্যে দুজন চট্টগ্রামের। সোমবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক আদেশে একথা জানানো হয়।

চট্টগ্রামে কর্মরত এই দুই পুলিশ কর্মকর্তা হলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ।

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে এছাড়া পদোন্নতি পেলেন যশোর জেলার পুলিশ সুপার মঈনুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ ও জাকির হোসেন খান, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আনোয়ার হোসেন খান এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

পদোন্নতিপ্রাপ্ত কমর্কর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বরাবর যোগদানপত্র দিতে অনুরোধ করা হয়েছে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত চিঠিতে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!