অতিথি পাখিরা হাজির লস্কর উজিরের দিঘিতে (ছবির গ্যালারি)
রাউজানের পাহাড়তলীর কদলপুর ঊনসত্তরপাড়া এলাকায় লস্কর উজিরের দিঘি। নভেম্বর মাসের প্রথম সপ্তাহের পর এখানে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কলকাকলীতে মুখর হয়ে ওঠে লস্কর দিঘির আশপাশের এলাকা। শীতকালের এই সময়টাতে হাজার হাজার মাইল দূর থেকে উড়ে আসা পরিযায়ী পাখিরা জোগায় আনন্দের খোরাক। মূলত ঠান্ডা দেশেই এই সব পাখির বাস। ছবিগুলো সোমবার সকালে তোলা।