অঝোরে ঝরছে বৃষ্টি চট্টগ্রামে, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
ভাটার টানে চট্টগ্রামে জলাবদ্ধতা কমলেও এখনো থামেনি বৃষ্টি। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে চট্টগ্রামজুড়ে অঝোরে ঝরছে বৃষ্টি। অতি ভারী বৃষ্টির কারণে সমুদ্র বন্দরকে দেয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) চট্টগ্রাম পতেঙ্গাস্থ আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় (সোমবার বেলা ১২টা পর্যন্ত) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৭ দশমিক ৮ মিলিমিটার। এরমধ্যে সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮ মিলিমিটার।’
তিনি আরও জানান, ‘মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ২৪ ঘন্টাও ভারী থেকে অতি ভারী বর্ষন হতে পারে। আকাশে খন্ড মেঘের উপস্থিতি বেশি। পাশাপাশি পাহাড় ধ্বসের সতর্কতাও বহাল রয়েছে। অন্যদিকে, সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেতও বহাল রাখা আছে।’
এদিকে, ভাটার টানে সোমবার রাত থেকে নগরীর আগ্রাবাদ, ফিরিঙ্গিবাজার, কোতোয়ালী, হালিশহর, তিনপোলের মাথা, কাজীর দেউড়িসহ নগরীর বিভিন্ন এলাকায় যেখানে জলজট ছিল সেখান থেকে পানি সরে গেছে। তবে ড্রেনের ময়লা রাস্তায় এসে জমা হয়ে আছে। পানি নামতে শুরু করলে সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ায় বৃষ্টি মাথায় কর্মস্থলে গিয়েছে নগরবাসী।
তবে এখনো বহদ্দারহাট, আরাকান রোড, আগ্রাবাদ, সিডিএ এলাকাসহ নগরীর বেশ কিছু নিম্নাঞ্চলের জলাবদ্ধতা এখনো রয়ে গেছে।
অধিকাংশ রাস্তা থেকে পানি নেমে গেলেও বেশি রিক্সা ভাড়া হাঁকাচ্ছেন রিক্সাওয়ালারা। যেখানে ভাড়া ছিল ৩০ টাকা সেখানে তারা ৫০/৬০ টাকার নিচে যেতে চাচ্ছেন না। বেশি ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন নগরবাসী।
সালমা জাহান নামে এক গৃহকর্ত্রী জানান, ‘আমি সকালে কাজীর দেউড়ি বাজার থেকে জামালখান আসতে আমার কাছ থেকে রিক্সাওয়ালা ৬০ টাকা ভাড়া নিয়েছে। যেখানে ভাড়া সাধারনত ৩০ টাকা।’
আইএমই/এমএহক