অজ্ঞাত যুবকের লাশ ভাসছিল কর্ণফুলী নদীতে

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে এস আলম ২ নম্বর জেটির পূর্বপাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বিকাল পর্যন্ত লাশের নাম-পরিচয় জানা যায়নি। লাশের পরনে নীল রঙের ছেড়া গেঞ্জি ও নেভি ব্লু কালারের হাফ প্যান্ট রয়েছে।

s alam president – mobile

পুলিশ সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা সদরঘাট নৌপুলিশকে জানায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম উল্লাহ জানান, এলাকাবাসীর মাধ্যমে মরদেহের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। উদ্ধার করা মরদেহটি নৌপুলিশের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm