চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু নিখোঁজের আড়াই ঘণ্টা পর পুকুর থেকে লাশ উদ্ধার হয়েছে। শিশুটির নাম আজমীর ইসলাম তাইহান (৮)।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের উত্তর রামপুর বদ্দার পুকুর থেকে লাশটি উদ্ধার হয়।
তাইহান ওই এলাকার সরোয়ার কামালের ছেলে। সে স্থানীয় তামিরুল উম্মাহ নামক একটি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।
স্থানীয় বাসিন্দা টেরিবাজারের ব্যবসায়ী ফরিদুল ইসলাম জানান, বন্ধু সরোয়ার কামালের ছেলে প্রতিদিনের মতো আছরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাইহানকে খুঁজতে থাকে। একপর্যায়ে বদ্দার পুকুর ঘাটে তার জুতা দেখতে পেয়ে লোকজন পানিতে খুঁজতে থাকেন। রাত সাড়ে আটটার সময় পুকুর থেকে তাইহানের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রায় সময় তাইহান নামাজের জন্য ওই পুকুরে অজু করতে যেত।
এলাকাবাসীর ধারণা, খেলাধুলা শেষে মাগরিবের আগে কোন এক সময় হয়তো নামাজের জন্য সেই পুকুরে অজু করতে নামলে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। এই সময় পুকুর ঘাটে কেউ না থাকায় হয়তো দেখতে পায়নি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ পুকুর থেকে এক শিশুর লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।