অগ্নিদগ্ধ কিশোরের মৃত্যু আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত আরিফুল ইসলাম জয় (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে ঢাকার শাহবাগস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর জয়।

এতে চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ মোহাম্মদ মাহিন (১৭) নামে আরও এক কিশোর।

গত রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পাঁচসিকদার বাড়ি এলাকার শেখ টাওয়ারে রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাস সিলিন্ডারের ষ্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জয় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের মোহাম্মদ সোলাইমানের পুত্র। ২ মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট জয় উপজেলার বিভিন্নস্থানে ইলেকট্রিক্যাল কাজ করতো। আহত অপরজন মোহাম্মদ মাহিন (১৬) বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। তিনি চাতরী ইউনিয়নের একটি ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকেন।

বিল্ডিং মালিক জাহাঙ্গীর বলেন, ‘পাশের এক গ্যাসের সিলিন্ডার ব্যবসায়ী তার কিছু খালি গ্যাসের বোতল আমাদের বিল্ডিংয়ের ভিতর রেখেছিল। ঐখানে সাথে কিছু তেলের বোতল ও কার্টুন ছিলো। ভিতরে বসে গ্যাসের দোকানের দু’জন কর্মচারি সিগারেট খাচ্ছিলো। কিছুক্ষণ পর সেখানে দেখলাম আগুন লেগে দুইজনেই দগ্ধ হয়ে যায় এবং স্থানীয়রা এসে দুজনকেই দগ্ধ অবস্থা উদ্ধার করেন।’

Yakub Group

নিহতের মামাতো ভাই নুরুল আবছার জানান, ‘প্রতিদিনের ন্যায় রোববার রাতে ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম আমি। রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাসের সিলিন্ডার রাখা পাশ্ববর্তী দোকানের ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে দ্রুত ছুঁটে যাই। গিয়ে দেখি আগুনে দগ্ধ দোকানের ভেতর থাকা আমার ফুফাতো ভাই জয় আর সঙ্গে থাকা মাহিন।’

তিনি আরো জানান, ‘রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারগুলোতে কোনো গ্যাস ছিলো না। তারা দুইজনই ষ্টোর রুমের মধ্যে সিগারেট খাচ্ছিলো। আগুনে দগ্ধ দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেয়ে সেখানে মৃত্যু হয় জয়ের। অপরজনের চিকিৎসাধীন রয়েছে।’

ঘটনার পর সোমবার (৭ আগস্ট) দুপুরের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুইজনকে দগ্ধ অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছে।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!