অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ, উদ্ধার অভিযানের সমাপ্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এসময় বিস্ফোরণ প্ল্যান্টে বয়লারে হয়েছিল বলে দাবি করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

রোববার (৫ মার্চ) বেলা সোয়া এগারোটার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম অলমোস্ট শেষ। ফায়ার সার্ভিসের কাজ তারা ইতোমধ্যে ক্লোজ করেছে। আমরা ফের কোনো দুর্ঘটনার শঙ্কা করছি না। তবুও আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, কাউকে আশেপাশে আসতে দিচ্ছি না৷ নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে, সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না। তবে এখানে আবার কোনো বিস্ফোরণ বা অন্য কোনো ঝামেলার সম্ভাবনা নেই।’

s alam president – mobile

হতাহতের ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, ‘যারা নিহত হয়েছেন তাদের অবশ্যই ক্ষতিপূরণ দেয়া হবে। বিএম ডিপোর মত এখানেও মালিকপক্ষ থেকে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে। আর গতকাল জেলা প্রশাসক মহোদয় আহতদের সরকারি খরচে চিকিৎসার ঘোষণা দিয়েছেন৷’

এসব কারখানা প্রশাসনের নজরদারিতে থাকে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এটা তদারকি করে। সীতাকুণ্ডে তিনশ থেকে সাড়ে তিনশ কারখানা আছে, আমরা চেষ্টা করছি, পরিদর্শন করছি, অভিযান পরিচালনা করছি।’

দুর্ঘটনা কবলিত কারখানায় অগ্নিনিরাপত্তা ও অন্যান্য নিরপত্তা ব্যবস্থা ছিল কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

Yakub Group

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিস্ফোরণের বিষয়ে বলেন, ‘যেটি বয়লার ছিল, বয়লারটি মূলত বিস্ফোরণ হয়েছে। এখানে তো রিফিল হয়, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি।’

এদিকে অন্য এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বলেন, ‘মূল ঘটনা কী ঘটেছে সব সংস্থা মিলে তদন্ত করতেছে, তদন্তে জানা যাবে। আজ কিছুক্ষণ পর তদন্ত কমিটির মিটিংও আছে। তবে আমরা যা দেখেছি ধারণা করছি বয়লারের বিস্ফোরণ ঘটেছে। মানে বয়লারের যে কম্প্রেশার, কম্প্রেশারের প্রেশারের ওখানে ব্লাস্ট হয়েছে দেখা যাচ্ছে।’

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!