অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহতরা পাবেন আড়াই লাখ, আহতরা সাড়ে ৫৭ হাজার

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে এখনও পর্যন্ত মারা গেছেন ছয়জন। আহত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আর্থিক ক্ষতিপূরণে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান।

এরমধ্যে নিহতদের তাৎক্ষণিক দাফন-কাফনের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ২৫ হাজার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২৫ হাজার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশান ২ লাখ টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছে।

এছাড়া আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্বজনদের জন্য খাবার ও নগদ সাড়ে ৭ হাজার টাকা দিয়েছে জেলা প্রশাসন। আহতরা পাবেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার।

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আহতদের স্বজনদের হাতে প্রাথমিকভাবে সাড়ে ৭ হাজার টাকা হস্তান্তর করেন।

এই সময় তিনি বলেন, ‘আহতদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসাসেবায় সকল ওষুধ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।’

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm