অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার-২০১৯ আহ্বান

অক্ষরবৃত্ত প্রকাশনের পক্ষ থেকে ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার-২০১৯’ আহ্বান করা হয়েছে। এ পুরস্কারের জন্য বিশ্বের যেকোনো দেশের বসবাসরত একজন বাংলাদেশী লেখক পাঁচ ক্যাটাগরিতে সর্বোচ্চ দুটিতে মোট ১৮ বিষয়ে পান্ডুলিপি জমা দিতে পারবেন।

ক্যাটাগরিগুলো হলো, কবিতা (কবিতা, কিশোর কবিতা ও গীতিকাব্য), গল্প (গল্প, ছোট গল্প, অনুগল্প ও শিশু-কিশোর উপযোগী গল্প), উপন্যাস (উপন্যাস, কিশোর উপন্যাস ও ভ্রমণকাহিনি), প্রবন্ধ (প্রবন্ধ, গবেষণা ও অনুবাদ), শিশুসাহিত্য (ছড়া, রূপকথা, ভৌতিক, গোয়েন্দা ও সাইন্স ফিকশন)।

পান্ডুলিপি জমা দেওয়ার নিয়ম হলো, ৩০ আগস্ট ২০১৯ এর মধ্যে খামের উপর ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার-২০১৯’ লিখে কম্পিউটার কম্পোজ করে ১৪ ফন্টের প্রিন্ট পাণ্ডুলিপির হার্ডকপি শুধুমাত্র কুরিয়ার যোগে জমা দিতে হবে।

ইতোপূর্বে অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত লেখকগণ এ পুরস্কারে অংশগ্রহণ করতে পারবে না। পুরস্কার হিসেবে লেখকগণ পাবেন নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও ২০২০ অমর একুশে গ্রন্থমেলায় পাণ্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ করা হবে।

পাণ্ডুলিপি জমা দেওয়ার ঠিকানা- নজির আহমদ বাইলেইন, হাজী ইকবাল বিল্ডিং (৩য় তলা), আন্দরকিল্লা, চট্টগ্রাম- ৪০০০।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!