কক্সবাজারে অংকুর দাশ স্মৃতি সংসদের উদ্যোগে অর্ধশত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে অংকুর দাশ স্মৃতি সংসদের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অংকুর দাশ স্মৃতি সংসদের উপদেষ্টা ও গোলদীঘির পাড় সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বনাথ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণীতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজ ও সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।
প্রধান অতিথি বলেন, অংকুর দাশ ছিল একজন মেধাবী ছাত্র। শুধু লেখাপড়ায় নয়, ক্রীড়া ও ধর্মীয় ক্ষেত্রেও অল্প বয়সেই তার অবদান ছিল বেশি। তাই অংকুর দাশ আগামী প্রজন্মের মাঝে অনুকরণীয় হয়ে থাকবে।
অংকুর দাশের বাবা ও কক্সবাজার সাংবাদিক সংসদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, শিক্ষাবিদ ও উখিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অজিত দাশ, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. চন্দন কান্তি দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপপী শর্মা, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার গণপতি রায়।
২০২৩ সালের ২ নভেম্বর ইহলোকের মায়াত্যাগ করে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হয় অংকুর দাশ।