অংকুর দাশ, কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্র। গত ২ নভেম্বর জগতের মায়া ত্যাগ করে চলে যায় পরপারে। তার মৃত্যুতে শোকসভার আয়োজন করা হয়েছিল স্কুলে। সেই শোকসভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, সহপাঠীরা অংকুরের জন্য কেঁদে চোখ ভাসালেন।
সোমবার (১৩ নভেম্বর) সকালে পিটিআই কক্সবাজার ও পরীক্ষণ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
পিটিআই কক্সবাজারের সুপারিন্টেন্ডেন্ট মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করেন পিটিআই’র সিনিয়র ইন্সট্রাক্টর মো. নুরুল আলম। ইন্সট্রাক্টর প্রিয়া দত্ত, অংকুর দাশের পিতা ও চট্টগ্রাম প্রতিদিনের কক্সবাজারের স্টাফ রিপোর্টার বলরাম দাশ অনুপম, মাতা সুমা দাশ, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল, ৫ম শ্রেণির ছাত্র সালফি সিরাজ ও ছাত্রী জারিশা জিও।
অনুষ্ঠান পরিচালনা করেন পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কায়সার।
আরও উপস্থিত ছিলেন পিটিআইর ইন্সট্রাক্টরবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র ছাত্রীরা।